ফের পত্রযুদ্ধ, রাজ্যপাল ৪ পাতার উত্তর দিলেন তৃণমূল সাংসদ কল্যাণকে

ফের চিঠির লড়াই৷

পদ ও ক্ষমতার অপব্যবহার করছেন, এই অভিযোগ এনে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ৪ পাতার চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কড়া প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল সাংসদকে ওই চিঠির পাল্টা ৪ পাতারই উত্তর দিলেন রাজ্যপাল।

রাজ্যপাল চিঠিতে বলেছেন, করোনা মোকাবিলায় ব্যর্থতা ঢাকতেই আক্রমণের এইসব কৌশল সামনে আনছে রাজ্য সরকার।

রাজ্যপাল এদিন ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধও তোপ দাগেন৷ ডেরেক কেন্দ্রীয় দলকে নিয়ে মন্তব্য করেছিলেন৷ রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই পর্যবেক্ষণের জন্য ক্ষমা চাওয়া উচিত৷ কেন্দ্রীয় দল বাংলায় ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’-এ এসে ‘রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছিলেন ডেরেক। তা নিয়েও উষ্মাপ্রকাশ করেন রাজ্যপাল।

এদিন কল্যাণ 8 পাতার চিঠি দিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে বলেছিলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর সাংবিধানিক প্রধানের পদকে হেয় করছেন। নিজে একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন।

তারপরই পাল্টা ৪ পাতার চিঠিতে জবাব দেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্যপাল পদে পদে প্রমাণ করে দিচ্ছেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন। আচরণ করছেন একজন রাজনৈতিক নেতার মতো। তিনি ভুলে গিয়েছেন তিনি বসে আছেন একটা রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে।

উত্তরে রাজ্যপাল বলেছেন, রাজ্য সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবং লকডাউনকে মান্যতা দিতে ব্যর্থ। তাই এইসব কথা বলে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চালাচ্ছে।

Previous articleটিকিয়াপাড়ার দখল নিলো পুলিশ! রেয়াত নয় দোষীদের, মুখ্যমন্ত্রীর বার্তায় একজোট প্রশাসন
Next articleটিকিয়াপাড়ার ঘটনার জেরে অপসারিত হাওড়ার পুর-কমিশনার, দায়িত্বে অতিরিক্ত জেলাশাসক