সাংসদ রাজু বিস্ত নিখোঁজ: পোস্টার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে

দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তকে নিয়ে চাঞ্চল্য শিলিগুড়ি শহরে। বুধবার রাতে শহরের বিভিন্ন জায়গায় ‘সাংসদ নিখোঁজ’ বলে পোস্টার লাগানো হয়। এর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছে শাসকদল। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ অগরওয়াল সহ বিজেপি কর্মীরা শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। প্রবীণ অগরওয়াল জানান, রাজু বিস্ত সশরীরে তাঁর লোকসভা এলাকায় উপস্থিত না থাকলেও, সর্বদা খোঁজ খবর নিচ্ছেন। এমনকী, তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১কোটি টাকা দিয়েছেন বলেও দাবি বিজেপি নেতৃত্বর। বিজেপি সাংসদের বিরুদ্ধে তৃণমূল অপপ্রচার করছে বলে অভিযোগ তাঁদের। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি কটাক্ষ করে বলেন, এটা এখন একটা রীতি, কিছু হলেই তৃণমূল- রাজ্য সরকারকে দোষারোপ করা। এখন বিজেপিও তাই করছে। কিন্তু এসবের কোনও যৌক্তিকতা নেই। বিজেপি সাংসদকে দেখা যাচ্ছে না বলে হয়ত স্থানীয় বাসিন্দারাই এই পোস্টার লাগিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

Previous articleকরোনা-মৃত্যু: সৎকারের চারদিন পরে খবর পেল পরিবার!
Next articleকরোনা ঠেকাতে সরকার ব্যর্থ, ভারতের ‘উহান’ আমেদাবাদ এখন আধাসেনার হাতে