তবলিগি জামাতের সঙ্গে যুক্ত ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

একটা বা দুটো নয় এই তবলিগি জামাতের সঙ্গে যুক্ত ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যার জেরে চাপে পড়েছেন তবলিগি জামাতের প্রধান মৌলানা সাদ। তদন্তকারী দল জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু অ্যাকাউন্ট সিজ করা হয়েছে।

এই অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ত। তার উৎস খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তদন্তের শুরুতেই মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছিল। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ ও ইডি।

ক্রাইম ব্রাঞ্চ মৌলানা সাদের ছেলে সইদকেও জিজ্ঞাসাবাদ করেছে। জানা গিয়েছে, মৌলানা সাদের সব কাজকর্মই তাঁর ছেলে দেখতেন। ইডি ইতিমধ্যেই এই সংস্থার এক গুরুত্বপূর্ণ সদস্যকে নোটিশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে জামাতের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি জামাতের সঙ্গে যুক্ত ৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন একজন হাওয়ালা অপারেটর। এক ব্যাঙ্ক ম্যানেজারের তথ্যের ভিত্তিতেই মূলত এগিয়েছে ইডি।

Previous articleসোনুর সুরক্ষা টিপস
Next articleচিনের উহানকেই শূলে চড়াল “হু”!