ক্লাবদের সহযোগিতা পেলে অবশ্যই লিগ হবে : আইএফএ সচিব

নভেল করোনাভাইরাসের জেরে সারা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত খেলা। অনিশ্চিত কলকাতা লিগ। তবুও হাল ছাড়বে না আইএফএ। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি শুক্রবার রাজ্য ফুটবল সংস্থার অধীনস্থ ২৭৬ টি ক্লাবের কর্তাদের চিঠি পাঠালেন।

আইএফএ-র এই চিঠিতে বলা হয়েছে, করোনা পরবর্তী সময়ে কীভাবে লিগ করা সম্ভব, সে ব্যাপারে পরিষ্কার মতামত জানাতে। এমনকী ১৭ মে-র মধ্যে এই চিঠির উত্তর দিতে বলা হয়েছে। এরপর ক্লাবগুলির দেওয়া মতামতের ভিত্তিতে তাদের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য ফুটবল সংস্থা। আইএফএ সচিব জানিয়েছেন, পরবর্তী সময়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা।

সূত্রের খবর, জয়দীপ মুখার্জি জানিয়েছেন, “অবশ্যই খেলা সম্ভব হবে। ক্লাবদের সহযোগিতা পেলে লিগ হবে। তবে কোনও সিদ্ধান্তই ক্লাবগুলোর ওপর চাপিয়ে দেব না।”

Previous articleতিন আইনজ্ঞের বিরল আলোচনা বিকেল ৩টেয়
Next articleবিশ্বে ৪০ লক্ষ পেরোলো করোনা আক্রান্তের সংখ্যা