মারাদোনার বিশ্বকাপ জয়ের জার্সি দানের অর্থ দিয়ে সাহায্য অসহায়দের

সারা বিশ্ব জুড়ে চলছে মারণ ভাইরাস নভেল করোনাভাইরাসের অতিমারি। এমন মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ববাসী। এবার এই যুদ্ধে যোগদান করলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। ১৯৮৬ সালে মেক্সিকোয় বিশ্বকাপ যেতে আর্জেন্টিনা। সেই সময়ের তাঁর পরা জার্সি দান করলেন মারাদোনা।

ওই জার্সিতে মারাদোনা লেখেন, ‘‘আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব।’’ ভয়াবহ করোনা সঙ্কট কাটিয়ে উঠতে পারবে পৃথিবীর সবাই, এমনই আশা মারাদোনার। করোনা নিয়ে যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই রয়েছে আর্জেন্টিনাও।

বুয়েনস আইরেসের সীমানা লাগোয়া একটি জায়গা যেমন ভীষণ রকমের প্রকোপ পড়েছে করোনার। সেখানে আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমনি গৃহবন্দি প্রচুর মানুষ। এবার তাঁদের সাহায্য করতেই মারাদোনার দান করা জার্সি প্রথমে নিলাম হওয়ার কথা ছিল। পরে তা লটারি করে দান করা হয় অসহায় মানুষদের। তাঁদের দেওয়া হয়েছে মাস্ক এবং ১০০ কিলোগ্রাম খাদ্য সামগ্রী।

Previous articleসোমবার ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর
Next articleরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১১৩, সক্রিয় আক্রান্ত ১,৩৩৭