‘আজীবন’ ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করল টুইটার

লকডাউনের জেরে এখন একাধিক সংস্থাই কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। এরই মধ্যে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় অভ্যস্ত হয়েছেন অনেকেই। লকডাউন শিথিল হলে পুরোনো নিয়মে ফিরতে হবে। কিন্তু লকডাউন শিথিল হলেও আর অফিস যেতে হবেনা বলে জানিয়ে দিল টুইটার।

‘ আজীবন’ ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করল মার্কিন সংস্থা।

মঙ্গলবার টুইটার জানিয়েছে, লকডাউন উঠে গেলেও সংস্থার কর্মীরা বাড়ি থেকেই স্থায়ী ভাবে কাজ করতে পারবেন। লকডাউন পর্ব শুরু হওয়ার পর বাড়ি থেকে কাজ করছিলেন কর্মীরা। আগামী সেপ্টেম্বরের আগে অফিসে আসার যে কোনও সম্ভাবনা নেই, তা আগেই কর্মীদের জানিয়ে দিয়েছিল সংস্থা। এবার পাকাপাকিভাবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করল টুইটার কর্তৃপক্ষ।

টুইটার জানিয়েছে, গত কয়েক মাসে সংস্থার কর্মীরা এটা প্রমাণ করে দিয়েছেন যে, বাড়ি থেকেও সমান ভাবে কাজ করা সম্ভব। বাড়ি থেকে সুষ্ঠুভাবে কাজ করা গেলে অফিসে আসার প্রয়োজন নেই। সংস্থা জানিয়েছে, অফিস কবে খুলবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।অফিস খুললেও স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটা সময় লাগবে। সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন সংস্থা।

Previous articleগত ২০ বছরে ৫ বার বিশ্বকে কাঁদিয়েছে চিন : রবার্ট ও’ব্রায়েন
Next articleআর্থিক প্যাকেজ: প্রথম দিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য তিন লক্ষ কোটির ঋণ সহ একগুচ্ছ ঘোষণা নির্মলার