ধেয়ে আসছে আমফান, রাজ্যে জারি কমলা সতর্কতা

ঘূর্ণিঝড় আমফানের প্রেক্ষিতে রাজ্যে কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার বিকেল বা সন্ধে নাগাদ দিঘা ও হাতিয়া দ্বীপের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত পার হতে পারে আমফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। গতি বাড়াতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷ পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে রাজ্যও৷

সুন্দরবনের উপকূলবাসীদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সতর্কীকরণের জন্য এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে।

Previous articleমৃত্যু ভয়? টানা ১০ দিন ধরে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন ট্রাম্প
Next articleধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান, কী জানালেন আবহাওয়া দফতরের অধিকর্তা