আমফানের ধাক্কা: কলকাতা ও ভুবনেশ্বর থেকে সরানো হলো ২৬টি বিমান

ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে সরানো হলো ১০টি ছোট বিমান। রাঁচি, বারাণসী, গুয়াহাটি বিমানবন্দরে সরানো হয়েছে বিমানগুলিকে। যার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার তিনটি এটিআর বিমান, ইন্ডিগোর চারটি এবং স্পাইস জেটের তিনটি বিমান। শুধু কলকাতা নয়, ভুবনেশ্বর বিমানবন্দর থেকেও ১৬টি বিমান সরিয়ে নিয়ে বিশাখাপত্তনম এবং পাটনায় রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের জানিয়েছে, ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে অন্য বিমানবন্দরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ১০টি বিমান। সুপার সাইক্লোনের ফলে ছোট বিমানগুলি টার্মিনাল বা পাশে দাঁড়িয়ে থাকা বড় বিমানে ধাক্কা মারতে পারে। সেক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে। তবে বড় বিমানগুলির ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

লকডাউনের জেরে যাত্রীবাহী বিমান বন্ধ রয়েছে প্রায় দু’ মাস। তবে প্রতিদিন প্রায় ১০টি করে পণ্যবাহী বিমান ওঠানামা করছে কলকাতা বিমানবন্দরে। বুধ ও বৃহস্পতিবার এই বিমান ওঠা নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Previous articleওড়িশাতে সকাল থেকেই শুরু আমফানের দাপট, জলস্ফীতি বিশাখাপত্তনমেও
Next articleআয়লায় কলকাতায় ১১০ কিমি বেগে ঝড়, এবার গতি বাড়বে ক্ষতিও : জিসি দেবনাথ