দেশের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে ২৫ মে থেকে, জানাল কেন্দ্র

করোনা মহামারির জেরে টানা দুমাস বন্ধ থাকার পর অবশেষে ২৫ মার্চ থেকে ভারতের অভ্যন্তরে উড়ান পরিষেবা শুরু হতে চলেছে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী বুধবার এই খবর জানিয়েছেন। লকডাউনের সময় জরুরি বা অত্যাবশ্যক পণ্যসামগ্রী এক রাজ্য থেকে অন্য রাজ্যে আনা-নেওয়ার জন্য দেশের ভিতর কার্গো বিমান পরিষেবা চালু থাকলেও করোনা সংক্রমণ এড়াতে সমস্ত যাত্রী বিমান চলাচল বন্ধ ছিল। অবশেষে ২৫ মে থেকে ডোমেস্টিক প্যাসেঞ্জার ফ্লাইট ফের চালু হবে বলে জানাল কেন্দ্র। দেশের সবকটি বিমানবন্দরকে এজন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

 

Previous article“এই দুর্যোগ মাথায় নিয়ে গাছ কাটতে হবে না”, পুরকর্মীদের বললেন মুখ্যমন্ত্রী
Next articleবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করলো ৫০ লক্ষ