বাংলার করোনা ও আমফান আপডেট

ক) কোভিড

➡️ নতুন পজিটিভ কেস – ১৮৩ (গতকাল ছিল ১৯৩)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ২৩২৫

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯২৩৬ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৫২% (তিন সপ্তাহ আগে যা ছিল ৫%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১৮৫০

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২১৭ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬)

➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ১৫৭৮ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৯২ জন, ছাড়া পাওয়ার হার ৩৭.৬৪%)

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ রাজ্য়ের যে ১০ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে

➡️ ১৬ টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; তবে ২ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। স্বরাষ্ট্রসচিব উত্তর ২৪ পরগনায় ক্যাম্প করবেন এবং সমস্ত ব্যবস্থাপনা তদারকির জন্য দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত মুখ্য সচিবকে আগামী ৩ দিনের জন্য নিয়োগ করা হবে

➡️ সুন্দরবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সমস্ত নদী বাঁধ তৈরী করতে হবে, কারণ জোয়ার এসে আবারও সব ভেঙে দিতে পারে, বন্যাও হতে পারে

➡️ ১০.৫ লক্ষ হেক্টর কৃষিজমি এবং ৫৮,০০০ হেক্টর ফিশারিজ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৭১০ কিমি গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে

➡️ রাজ্যের ৯০% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। কলকাতায় সিইএসসির ৩২.৭ লক্ষ গ্রাহকের বাড়িতে (৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে) বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে

➡️ পর্যাপ্ত খাদ্যসামগ্রী আছে; জেলাশাসকরা দেখবেন যাতে ঠিকমতো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, কেউ যেন অভুক্ত না থাকে

➡️ ক্ষতিগ্রস্ত এলাকায় টিউবওয়েল পুনরায় বসানোর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে

➡️ বাংলার বিজ্ঞানী ও গবেষকরা বিভিন্ন জাতের ধান তৈরী করেছেন যা লবনাক্ত জলে জন্মাতে পারে। এটিকে পেটেন্ট করা উচিত। কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে এই জাতীয় সমস্ত অগ্রগতিকে পেটেন্ট করতে হবে

➡️ দুঃখের বিষয়, দমকল বিভাগের এক তরুণ কর্মী সুকান্ত সিংহ রায় আজ কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে

➡️ ত্রাণ ও পুনর্বাসন কাজের বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য রাজ্য এবং জেলা-স্তরে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে

➡️ #কোভিড টেস্টের ক্ষেত্রে বাংলা কিভাবে জয়লাভ করছে তাই নিয়ে একটি #নতুন এক মিনিটের #ভিডিও রইলো আপনাদের সকলের জন্য

Previous articleফের সুদ কমাল এসবিআই
Next articleরাত পোহলেই জামাই ষষ্ঠী, করোনা-আমফানের তাণ্ডবে কাঁদছে বাংলার বাজার