আমাকে ডিসটার্ব করতে গিয়ে মানুষকে ডিসটার্ব করা হচ্ছে : মমতা

কেন্দ্রের আচরণে এদিন বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, একদিকে করোনা অন্যদিকে আমফান। তার সঙ্গে জুড়েছে এই ট্রেন আর বিমানে ফেরা। এ তো ত্রিফলা। না জানিয়ে ট্রেনে করে লোক পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাকে শায়েস্তা করতে গিয়ে রাজ্যের মানুষকে শায়েস্তা করছে কেন্দ্রীয় সরকার। এই তো মহারাষ্ট্রের কাছ থেকে জানলাম রাত দু’টোর সময় ওদেরকে জানানো হয়েছে ৩৬টা ট্রেন আসছে। আজ রাতে ১১টা ট্রেন ঢুকবে, কাল, বৃহস্পতিবার ১৭টা ট্রেন ঢুকবে। এত হাজার মানুষ শুধু এলেই তো হল না তাদের যথাযথ কোয়ারেন্টাইন করতে হবে। কিন্তু করবো কী করে? একদিকে ত্রাণ পুনর্গঠনের কাজ করতে হচ্ছে, অন্যদিকে করোনার চিকিৎসা সামলাতে হচ্ছে। তার সঙ্গে সময় না দিয়ে যদি এই বিষয়টি ঢোকে, তাহলে তো সমস্যা বাড়বেই। এটা কাকে সমস্যায় ফেলা হচ্ছে?

Previous articleঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল, কীভাবে হবে উচ্চ মাধ্যমিক?
Next article৫ রাজ্য থেকে এলে বিশেষ ব্যবস্থা, মোদির সাহায্য চান মমতা