একনজরে বাংলার করোনা আপডেট

➡️ নতুন পজিটিভ কেস – ৩৭১ (দৈনিক সর্বোচ্চ, গতকাল ছিল ৩১৭)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ৩,০২৭

➡️ মোট টেস্ট হয়েছে – ২.০৩ লক্ষ

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯৩৫৪ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৭০% (তিন সপ্তাহ আগে যা ছিল ৪.৪৭%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ২,২৬৪ (তিন সপ্তাহ আগে যা ছিল ৪৮২)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২৪৫ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮)

➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ২,১৫৭ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ১৮৭ জন, ছাড়া পাওয়ার হার – ৩৯.২১%, এখনও পর্যন্ত সবচেয়ে ভালো)

➡️ কি কি করলে কোভিড সংক্রমণের ঝুঁকি এড়ানো যায় তার একটি তালিকা

• সাবান জল দিয়ে হাত পরিষ্কার করুন
• বাইরে বেরোলে মাস্ক পরুন
• নিরাপদ দূরত্ব বজায় রাখুন
• ভিড় এড়িয়ে চলুন
• খাওয়া – দাওয়া, ঘুম যেন পর্যাপ্ত হয়
• ব্যায়াম করার চেষ্টা করুন
• কোন উপসর্গ থাকলে টেস্ট করুন
• স্থানীয় আইন মেনে চলুন
• সাবধানে থাকুন, শান্ত থাকুন

Previous articleএ মাসে খুলছে না কোনও শিক্ষা প্রতিষ্ঠান- গুজব উড়িয়ে জানালেন শিক্ষামন্ত্রী
Next articleশাস্ত্রীর চেয়ারে ফের কে বসতে চান জানেন?