দিলীপই সর্বময় কর্তা, বুঝিয়ে দিল বিজেপি

যে যাই বলুক, দিল্লির চোখে রাজ্য বিজেপির সর্বময় কর্তা যে দিলীপ ঘোষই; তা প্রমাণ হয়ে গেল আরেকবার।
নতুন কমিটি ঘোষণা করলেন দিলীপবাবু। তাতে তাঁর নিয়ন্ত্রণ স্পষ্ট। তার চেয়ে বড় কথা হল ঘোষণার পদ্ধতি। সাধারণত সর্বভারতীয় দলগুলিতে রাজ্য কমিটি ঘোষণার তালিকায় দিল্লির সাধারণ সম্পাদকদের সই বা ভূমিকা থাকে। এবার এখানে কৈলাশ বিজয়বর্গীয় বা অরবিন্দ মেননের কোনো উল্লেখ নেই। সবটাই দিল্লি দিলীপকে ছেড়েছে। এই পূর্ণ ক্ষমতা দেওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যে দলের সব অংশের কাছেই এটা একটা স্পষ্ট বার্তা। এতে দিলীপবাবুর পূর্ণ অধিকারসহ স্বাধীনভাবে কাজ করতে সুবিধে হবে। কৈলাশের নিয়ন্ত্রণ ও প্রভাব অনেকটা কমে যাবে। এমনিতেই দিলীপ ঘোষ স্বাধীনচেতা। দলের শৃঙ্খলা মানেন অবশ্যই। কিন্তু দিল্লির নেতাদের বাড়তি তেল দিতে যান না। অকারণ পাত্তাও দেন না। কিন্তু শীর্ষনেতৃত্ব বুঝেছেন দিলীপই বাংলায় সংগঠনকে গতিশীল করে তুলেছেন। ফলে বিধানসভা নির্বাচনের মুখে তাঁর হাত আরও শক্তিশালী করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারসাম্য রাখতে মুকুল রায়কে বড়জোর দিল্লির কোনো পদে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু রাজ্যে দিলীপ ঘোষই হবেন শেষ কথা। আর এস এসও দিলীপবাবুর পাশেই আছে।

 

Previous articleদিল্লিসফর বাতিল, মুকুল রায় এখন কোন্ পথে হাঁটবেন?
Next article‘ আজকাল’ সাজাতে চান সত্যম, সমস্যা দূতদের নিয়ে