পোস্ট অফিসের এই স্কিমে মিলবে দ্বিগুণ টাকা ! সেভিংস বাড়াতে জেনে নিন বিস্তারিত

কোরোনা আতঙ্কে চলছে লকডাউন। এর জেরে সকলেই ঘর বন্দী। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে পঞ্চম দফার লকডাউন। আর এই লকডাউন চলাকালীন সাধারণ মানুষ যেন টাকা নিয়ে সমস্যায় না পরেন এই কারণে একাধিক ব্যাঙ্কের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয় এই পরিস্থিতে টাকা দ্বিগুণ করার বেশ কিছু স্কিম অন হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভাল স্কিমটি হল কিষাণ বিকাশ পত্র যোজনা। এই যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে ভাল অপশন। পোস্ট অফিসের এই যোজনা টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভাল রিটার্নও পাওয়া যাবে।

এই যোজনায় কী কী সুবিধা রয়েছে ?

সূত্র বলছে,১) কিষাণ বিকাশ যোজনায় টাকা জমালে দ্বিগুণ টাকা পাবেন গ্রাহকরা।

২)১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

৩) এই যোজনায় নিজের অর্থ দিগুন করতে গ্রাহকরা ১০ ও ৪ মাসের জন্য টাকা ইনভেস্ট করতে পরেন। চার মাসের জন্য টাকা ইনভেস্ট করতে পারেন।

এই যোজনায় কী কী নিয়ম রয়েছে?

১)পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করতে হলে গ্রাহকদের বয়স 18 বছর হতে হবে ।

২) শুধু অ্যাকাউন্ট নয় জয়েন্ট একাউন্ট খোলার সুবিধে রয়েছে। কে বি পি তে হাজার ৫০০, ১০,০০০, ৫০,০০০ টাকার সার্টিফিকেট কেনা যেতে পারে।

২০২১- এর পর প্রথম ত্রৈমাসিকে সুদের হারের পরিমাণ ছিল ৬.৯ শতাংশ অর্থাৎ ১২৪ মাসে এখানে টাকা ইনভেস্ট করে তার দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সে রিটার্নে দু’লক্ষ টাকা পাবেন।

Previous articleম্যানিকুইনের মুখে মাস্ক!
Next articleপ্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দ্রুত বিবাদ মেটাতে চিনকে পরামর্শ ভারতের