কলকাতা পুরসভার কর্মীদের জন্য ১১টি বাস চালাবে পরিবহন দফতর

শুধুমাত্র কলকাতা পুরসভার কর্মীদের জন্যই ১১টি বাস চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করলো রাজ্য পরিবহণ দফতর।

বুধবার থেকে পুরকর্মীদের অফিস যাওয়া এবং আসার জন্য বাসগুলি চালানো হবে। বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে এবং বিকেলে ৫ টা নাগাদ বাসগুলি ছাড়বে। কোন রুটে বাসগুলি চালানো হবে তাও জানানো হয়েছে৷ জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ সহ ৯টি নির্দিষ্ট স্থান থেকে বাসগুলি চলাচল করবে৷ কলকাতা পুরসভার কর্মীদের আসতে এবং যেতে যাতে সমস্যা না হয়, সে জন্যই সহযোগিতা করছে পরিবহণ দফতর৷
প্রসঙ্গত, এই সংকটকালে
নবান্ন জানিয়েছে, সরকারি কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন করে হাজির থাকতে হবে। তবে জ্বর, কাশির মতো কোনও রকম উপসর্গ থাকলে কর্মীদের কাজে যোগ দিতে হবে না। অথচ, কলকাতা পুরসভায় ১০০ শতাংশ হাজিরার কথা প্রথমদিন থেকেই বলে চলেছেন প্রশাসক ফিরহাদ হাকিম।

Previous article8 দিনের কন্যাকে নিয়ে মাঝরাতে ৩ হাসপাতাল ঘুরলেন প্রাক্তন ফুটবলার ক্রোমা
Next articleব্রেকফাস্ট নিউজ