সোমবার খুলছে বেলুড় মঠ, সঙ্গে ১০ দফা নির্দেশিকা  

শনিবার খুলছে দক্ষিণেশ্বর মন্দির, সোমবার খুলছে বেলুড় মঠ। আড়াই মাসের বেশি সময় পরে খুলছে মঠ। বৃহস্পতিবার বেলুড় মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ কথা জানিয়ে দেওয়া হলো। তবে একইসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরের মতোই এখানেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ…

১. মাঠের বাইরে অস্থায়ী ছাউনি হবে

২. ওই ছাউনিতে পুণ্যার্থীদের থার্মাল স্ক্রিনিং হবে

৩. ওঠে পুণ্যার্থীদের দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট

৪. পুজোর জন্য নিষিদ্ধ ফুল-মিষ্টি

৫. শুধুমাত্র ফল নিয়েই মাঠে প্রবেশ করা যাবে

৬. মঠে সন্ন্যাসীদের সঙ্গে দেখা করা কিংবা প্রণাম করা নিষিদ্ধ

৭. মন্দিরে একসঙ্গে ১০জনের বেশি প্রবেশ নয়

৮. সন্ধ্যারতি দেখতে দেওয়া হবে না

৯. বসা যাবে না মূল মন্দিরে

১০. প্রত্যেক পূণ্যার্থীদের মধ্যে অন্তত ২ মিটার ব্যবধান থাকা বাঞ্ছনীয়

Previous articleবোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে কেন পালাচ্ছেন প্রসূতিরা ?
Next articleশ্রমজীবী হাসপাতালের পরিষেবায় সন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধিরা, দাবি কর্তৃপক্ষের