জল্পনা জিইয়ে রেখেই কলকাতা ফিরলেন মুকুল

রাজনৈতিক একাধিক জল্পনা জিইয়ে রেখেই শনিবার দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মুকুল রায়।

নতুন করে তিনি দিল্লিতে সাংবাদিকদের ‘অন রেকর্ড’ কিছু বলেননি। শুধু জল্পনাগুড়ি উড়িয়ে দিয়েছেন অন্তত মৌখিকভাবে।

একটি সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে মুকুলের দেখা হয়েছে। কথা হয়েছে। মন্ত্রিত্ব পাকা। সংগঠনে মুসলিমদের নিয়ে কাজের দায়িত্বও মিলেছে। এরপর আর দিল্লিতে থাকার দরকার ছিল না। তাই ফিরে গিয়েছেন।

অন্য সূত্র বলছে, এখনও কোনো কার্যকরী বৈঠক মুকুলের হয়নি। তিনি পরের সপ্তাহে আবার আসতে পারেন দিল্লি।

এইরকম সম্পূর্ণ পরস্পরবিরোধী জল্পনার মধ্যেই মুকুল কলকাতা ফিরেছেন।

একটা কথা ঠিক যে তিনি দিল্লিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, হয় তাঁকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হোক, অথবা তাঁকে ছেড়ে দেওয়া হোক।

এই অবস্থায় বাংলার ভোট লক্ষ্য করে দিল্লি মুকুলকে মন্ত্রিত্ব দিলে তিনি তা নেবেন। আর না দিলে ” বিকল্প” ভাববেন। এই বিকল্প নিয়েও চাপা চর্চা চলছে।

Previous articleনেপালের স্পর্ধা! উত্তরাখণ্ডের তিনটি জায়গা ঢুকিয়ে নিল দেশের মানচিত্রে!
Next articleরাস্তায় গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না, কটাক্ষ সোমেনের