জুলাই থেকে এটিএমে টাকা তোলার নিয়ম কী হবে জানেন তো!

২৪ মার্চ লকডাউন ঘোষণার পর এটিএম থেকে টাকা তোলায় টানা তিন মাসের জন্য সব চার্জ তুলে নেওয়া হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করে এই সুবিধা চালু দিয়েছিলেন। কিন্তু জুন মাসেই শেষ হচ্ছে এই সুবিধা। জুলাই মাস থেকে এক মাসে এটিএম থেকে পাঁচবার টাকা তুলতে কোন চার্জ দিতে হবে না। এটি হোম ব্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম। আর অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সর্বাধিক ৩টি ট্রানজাকশনে কোনও চার্জ দিতে হবে না। এর থেকে বেশিবার ট্রানজকশন করলে ট্রানজাকশন পিছু ৮-২০ টাকা কাটা হবে। একইসঙ্গে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৩ হাজার টাকা থেকে ১হাজার টাকা রাখার নিয়ম। সেই নিয়মও চালু হচ্ছে।

Previous articleরেশন দুর্নীতির অভিযোগে উত্তাল তুফানগঞ্জ
Next articleপুরীর রথ টানবে হাতি! প্রশাসনের কাছে প্রস্তাব মন্দির কর্তৃপক্ষের