সীমান্ত সংঘর্ষে নিহত বাংলার জওয়ানরা, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের আগেই ঘোষণা রাজ্যের। কাজে করে দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভারত-চিন সংঘর্ষে পূর্ব লাদাখের গালওয়ানে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এরমধ্যে ছিলেন রাজ্যের দু’জন জওয়ান। এই দুই জওয়ানের পরিবারের জন্য মুখ্যমন্ত্রী চাকরি এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, “গালওয়ানে শহিদ জওয়ানদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি বেদনার সঙ্গে জানাচ্ছি, রাজেশ ওরাঙ্গ ও বিপুল রায় দু’জনেই পশ্চিমবঙ্গের বীর জওয়ান। জাতি শোকসন্তপ্ত পরিবারের ক্ষতির জন্য তাঁদের দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ত্যাগের ক্ষতিপূরণ কিছুই দিতে পারে না। আমরা এই কঠিন সময়ে তাঁদের পরিবারের পাশে আছি। আমরা মৃতদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো।”

 

Previous articleশিলিগুড়ির হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত , চিনা দ্রব্য বিক্রি বয়কট ব্যবসায়ীদের
Next articleবাল্ব জ্বালিয়ে গোপন কথা বলছেন? সাবধান! শুনে নেবে হ্যাকাররা…