চুঁচুড়ায় চিনা সামগ্রী পুড়িয়ে বয়কটের ডাক তৃণমূল বিধায়কের

কয়েকদিন ধরেই ভারত ও চিন সম্পর্কে ফাটল ধরেছে। লাদাখে চিন সীমান্তে সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের 20 জন সেনা। তার মধ্যে রয়েছেন বাংলার বীর জওয়ানও। এরপর থেকেই চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দেশবাসী। সরকারি তরফে কিছু ঘোষণা না হলেও দেশের মানুষের চিনের জিনিস বর্জনের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার এই প্রতিবাদে সামিল হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

এদিন চুঁচুড়া খাদিনা মোড়ে চিনা সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ জানান বিধায়ক। তিনি বলেন, ভারতে চিনের জিনিস বয়কট করে অর্থনৈতিক ভাবে তাদের কোণঠাসা করে দিতে হবে।

Previous articleমোহনবাগানকর্তার ছেলেকে জেরার জন্য তলব
Next articleকরোনার প্রভাব ফুচকাতেও! বন্ধ হল বিক্রি