ত্রাণ- দুর্নীতিতে কারও নাম জড়ালেই শোকজ, বহিষ্কার, জানালেন তৃণমূল নেতারা

ত্রাণ দুর্নীতিতে তৃণমূল নেতারা জড়িত, এমন অভিযোগ এলেই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে দল।

বৃহস্পতিবার তৃণমূল জেলা সভাপতি ও যুব সভাপতিদের সঙ্গে ভিডিও বৈঠকে স্পষ্টভাবেই এ কথা জানানো হয়েছে৷ বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি। তাঁরা বলেন, রাজ্যের নানা প্রান্ত থেকে ত্রাণ বণ্টন এবং অন্যান্য নানা অভিযোগ আসছে দলের অনেক নেতার বিরুদ্ধে৷ এসব বরদাস্ত করা হবেনা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বা দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনও কাজে যে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে৷ জেলা সভাপতিদের সঙ্গে আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুর্নীতির অভিযোগ মোটেই ভাল চোখে দেখছে না দল। আমফানের ত্রাণ বণ্টনে কোথায় কী দুর্নীতি হচ্ছে, তা খতিয়ে দেখার ভার দেওয়া হয়েছে জেলা সভাপতিদের ওপরে। তারা সবটা খতিয়ে দেখে রিপোর্ট জমা করবেন। কার্যত হুঁশিয়ারি দিয়েই
বলা হয়েছে, যদি আমফানের ত্রাণ বণ্টণের দুর্নীতিতে কারও নাম জড়ায়, তিনি যত বড় পদাধিকারী হোন তাঁকে প্রথমেই শোকজ করা হবে। দুর্নীতি প্রমাণিত হলে ৪৮ ঘণ্টার মধ্যে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে৷ দলের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের গঠনমূলক কাজ ও দল হিসাবে তৃণমূলের গ্রহণযোগ্যতাকে আহত করে এমন কোনও কাজ বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে জেলায় জেলায় সভাপতিদের সাংবাদিক বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleপেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, পথ আটকালো পুলিশ
Next articleব্রেকফাস্ট নিউজ