খতম বুরহান, মুসা সহ হিজবুল নেতা, ৩১ বছর পর জঙ্গিমুক্ত ত্রাল

জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বিরাট সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। দীর্ঘ ৩১ বছর পর জঙ্গিহানার অন্যতম কেন্দ্র পুলোয়ামার ত্রালকে জঙ্গি মুক্ত করল ভারতীয় সেনাবাহিনী। শনিবার ভারতীয় সেনার তরফে সেনাকর্তা জানিয়েছেন, শুক্রবার টানা তিনটি অপারেশন চালায় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। আর সেই অপারেশনেই খতম হয়েছে বুরহান ওয়ানি, জাকির মুসা হিজবুল এর শীর্ষ নেতৃত্ব। এই মুহুর্তে একজনও হিজবুল মুজাহিদিন জঙ্গি এলাকায় নেই। বিগত তিন দশকের বেশি সময় ধরে ত্রালকে টার্গেট করে পাক জঙ্গিরা হামলা চালাত এবং সেই জায়গা থেকে ভারত এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা নিয়ন্ত্রণ করত। জম্মু-কাশ্মীরের স্ট্র্যাটেজিক অবস্থানের নিরিখে এই সাফল্য জঙ্গি হামলাকে অনেকটাই প্রতিরোধ করবে বলে মনে করা হচ্ছে।

Previous articleগালওয়ানে চিনের সার্বভৌমত্বের দাবি অবাস্তব, বলল ভারত
Next articleকরোনা সন্দেহে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে, ফিরে দেখলেন সর্বস্ব লুট!