“না জানালে জানবো কীভাবে?” করোনা আক্রান্ত লকেট নিয়ে মন্তব্য ফিরহাদের

এবার করোনা আক্রান্ত বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। এই প্রসঙ্গে আজ, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা হলে কলকাতা পুরসভাকে খবর দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “কার কোথায় করোনা হচ্ছে, কে কোথায় রয়েছেন, অনেকেই প্রাইভেটে টেস্ট করাচ্ছে, যা সরকার জানতে পারছে না। এতবড় শহরে প্রত্যেক বাড়িতে গিয়ে সার্চ করা সম্ভব নয়। তাই হাতজোড় করে বলছি, সবাই তথ্য দিন। জানান!”

আমফানের ত্রাণের বিষয়ে সিবিআই তদন্তের দাবি নিয়ে এদিন তিনি বিরোধী পক্ষকে প্রচলিত প্রবাদ বাক্য, “পাগলে কী না বলে ছাগলে কীনা খায়”।

একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপর হেনস্থার অভিযোগের পাল্টা জবাব দিয়ে তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করে ফিরহাফ হাকিম বলেন, “দিলীপদার আসলে সরকারের বিরুদ্ধে কিছু বলার থাকে না। তাই মার খেয়েছি, মার খেয়েছি, মার খেয়েছি করে বলেন। যাতে ওনার পপুলারিটি বাড়ে। টিভিতে মুখ দেখলে যাতে মানুষ ওনাকে চিনতে পারেন, তার জন্যই এমন নাটক করেন দিলীপদা!”

Previous articleরাস্তায় হঠাৎ কাঁপুনি, তারপর এই মৃত্যু মহিলার! চাঞ্চল্য এয়ারপোর্ট এলাকায়
Next articleমমতার মেগা ভার্চুয়াল বৈঠকে তমোনাশের দায়িত্ব শুভাশিসকে