বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বীজপুর

বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বীজপুরের হালিশহর বলদেঘাটা অঞ্চল। হালিশহর বলদেঘাটা অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে আলোচনায় বসেছিলেন অর্জুন সিং। অভিযোগ, সেসময় কিছু দুষ্কৃতী গিয়ে সাংসদের গাড়িসহ বাইরে রাখা কর্মীদের বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ঘোষপাড়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। অর্জুন সিং-এর অভিযোগ, এরা সবাই শাসকদল আশ্রিত। পুলিশের মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপি সাংসদের। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি তাদের ওপর আক্রমণ করেছে।

সাংসদ অর্জুন সিং-এর গাড়ি ভাঙচুর, বিজেপি কর্মীদের বাইকে আগুন, পাশাপাশি তৃণমূল পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বীজপুর ও নৈহাটি থানার পুলিশ বাহিনী। নামানো হয়েছে র‍্যাফ, কম্ব্যাট ফোর্স।

Previous articleফের পথ দেখালো কেরল, মহামারি রুখতে আগামী ১ বছরের জন্য কড়া পদক্ষেপ
Next articleসত্যি হলো আশঙ্কা! করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় রাশিয়াকে টপকে তৃতীয় ভারত