আরামবাগ টিভির সফিকুল ফের পুলিশ হেফাজতে, লড়াই হাইকোর্টে

আরামবাগ টিভির সফিকুল ইসলামকে ফের সাতদিন নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। তাঁর সহকর্মীকেও। আরামবাগ এসিজেএম তাঁদের তিনদিনের পুলিশ হেফাজত দিয়েছেন। সফিকুলের স্ত্রীকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ব্ল্যাকমেল করে টাকা তোলা হত। সফিকুলের আইনজীবীরা বলছেন রাজনৈতিক প্রতিহিংসার সাজানো মামলা। এদিকে সফিকুলের বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও সব্যসাচী চট্টোপাধ্যায়। লক্ষ্যণীয়, সফিকুল নিয়ে মিডিয়ার বিপ্লবীরা নীরব। বুদ্ধিজীবীরাও অধিকাংশই বিবৃতি দিয়ে নিজেদের নাম প্রচার করেই দায় সেরেছেন। আরামবাগের আইনজীবী অরূপ বলেন,” জঘন্যভাবে হয়রান করা হচ্ছে এক সাংবাদিককে। অথচ মিডিয়ার মধ্যে থেকেই প্রতিবাদ নেই।”

Previous articleবলেন কি উদয়ন গুহ? কাটমানি খাওয়া নেতাদের মেরে চামড়া গুটিয়ে দেবে জনগণ!
Next articleরেলের বেসরকারিকরণের বিরুদ্ধে গর্জে উঠল শহর, বিক্ষোভ-সমাবেশ তৃণমূলের