সচেতন নাগরিক! রিপোর্ট হাতে থানায় হাজির রোগী

লুকিয়ে থাকা অথবা পালিয়ে যাওয়া নয়। এবার পজিটিভ রিপোর্ট হাতে থানায় হাজির হলেন রোগী। চিকিৎসা করিয়েই সুস্থ হতে চান তিনি। এই কাজ করে সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা।

রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা ওই মহিলার গলব্লাডারে পাথর হয়। লকডাউনের আগে থেকেই তিনি হাওড়ার বি.গার্ডেনে থেকে মেয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছিলেন। অস্ত্রোপচারের জন্য তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষার তালিকা দেন চিকিৎসকরা। ওই তালিকায় ছিল লালারসের পরীক্ষাও। সেই রিপোর্ট পজেটিভ আসতেই জামাইকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে সোজা রিষড়া থানায় হাজির হন প্রৌঢ়া। এরপর পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Previous articleআমফান দুর্নীতি নিয়ে সরকারকে ত্রিফলা আক্রমণ
Next articleসরষের মধ্যে ভূত! গ্যাংস্টার দুবের সঙ্গে আঁতাতের অভিযোগে এবার গ্রেফতার পুলিশই