খুন হওয়ার আগে গাড়ির নম্বর লিখেছিলেন হাতে, কনস্টেবলের বুদ্ধির প্রশংসা হরিয়ানা পুলিশের

এখনও অধরা কানপুরের ৮ পুলিশকর্মী খুনের ঘটনার দুষ্কৃতীরা। তবে হরিয়ানার দুই পুলিশকর্মী খুনের ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। শুধুমাত্র মৃত কনস্টেবলের বুদ্ধির জেরে। ওই কনস্টেবলের নাম রবীন্দ্র সিং। তাঁর নাম মরণোত্তর পুরস্কারের জন্য সুপারিশ করবে হরিয়ানা পুলিশ।

গত ৩০ জুন মঙ্গলবার, সোনিপত-জিন্দ রোডের উপর দাঁড় করানো গাড়ির মধ্যে মদ্যপান করছিল ৬ জন। বুতানা থানার পুলিশ তাদের বাধা দিতেই শুরু হয় বচসা ও হাতাহাতি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে দুষ্কৃতীরা। সেই আঘাতেই মৃত্যু হয় স্পেশাল পুলিশ অফিসার কাপ্তান সিং এবং কনস্টেবল রবীন্দ্র সিংয়ের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই খুনের পর দুষ্কৃতীরা গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

মৃতদেহের ময়নাতদন্তের সময় চিকিৎসকরা রবীন্দ্র সিংয়ের হাতে কিছু অক্ষর ও নম্বর লেখা রয়েছে দেখতে পান। পুলিশকে এই বিষয় জানানোর পর তদন্তকারীরা অফিসাররা বোঝেন ওই অক্ষর ও নম্বর দুষ্কৃতীদের গাড়ির নম্বর। এর পর ওই গাড়ির সূত্র ধরে খোঁজ শুরু অভিযুক্তদের। আর তাতেই মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়ে পাঁচ অভিযুক্ত। ঘটনার দিনই পুলিশের গুলিতে নিহত হয়েছিল এক দুষ্কৃতী।

Previous articleচিন বয়কটের ডাক হিরো সাইকেলের
Next articleমামলায় ধাক্কা রাজ্য সরকারের, কর্মচারীদের দিতে হবে বকেয়া ডিএ: স্যাট