দলে সেন্সর না সমালোচনার জের ? ‘বদলার’ বদলে দিলীপের নয়া স্লোগান

দলের চাপেই কি স্লোগান পরিবর্তন করতে বাধ্য হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? নাকি নিরন্তর সমালোচনার জের?

দিলীপ ঘোষ স্লোগান দিয়েছিলেন ‘বদল হবে বদলাও হবে।’ রবিবার ১২ জুলাই দুপুরে তিনি ট্যুইটে স্লোগান পরিবর্তন করে লিখলেন ‘বদল হবে, হাল ফিরবে।’ কিন্তু কেন এই পরিবর্তন? দিলীপের যুক্তি, একুশে রাজ্যে বদল হবে এটা নিশ্চিত। এবং মানুষ যে বদলা নেবেন এটাও বাস্তব সত্য। কোথাও মারের বদলা মার, আবার কোথাও বঞ্চনা, হামলা, স্বাধীনতা হরণের বদলা নেবেন মানুষ। কিন্তু বদলের পর কী হবে? অর্থাৎ শিক্ষা-সংস্কৃতি, শিল্পে পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। এই হাল ফেরার কথা জানাতেই স্লোগানের পরিবর্তন। তবে দিলীপ জানাচ্ছেন, ‘বদল হবে বদলা হবে’ স্লোগান থাকছে। সঙ্গে যোগ হচ্ছে এই নতুন স্লোগান। ট্যুইটে যে পোস্টারটি বিজেপি রাজ্য সভাপতি পোস্ট করেছেন, সেখানে কেন্দ্রীয় অনুদানের তছরূপের অভিযোগ এবং তথ্য দিয়েছেন রাজ্যের বিরুদ্ধে। কিন্তু সব ছাপিয়ে স্লোগান পরিবর্তনের বিষয়টিই মূল ইস্যু হিসাবে উঠে এসেছে। রাজনৈতিক মহল বলছে, আসলে দিলীপকে সেন্সর করলো দল। তৃণমূলের পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওনার বদলের স্বপ্নই সফল হবে না, উনি আবার হাল ফেরানোর স্বপ্ন দেখেন কী করে!

Previous articleনোটিশ নিয়ে গেহলটের উপর ক্ষুব্ধ হাইকম্যাণ্ড, আমিও পেয়েছি, সাফাই মুখ্যমন্ত্রীর
Next articleকার্যত সিল করা হলো জলসা, বচ্চন পরিবারের ৫ কর্মী পজিটিভ!