একুশের ভোট নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক নাড্ডার

সরাসরি একুশের ভোটের প্রস্তুতিতেই নেমে পড়ছে বঙ্গ-বিজেপি৷

মঙ্গলবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সূত্রের খবর, এই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে প্রথমবার একুশের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে৷ রাজ্য নেতৃত্বকে সতর্ক করে নাড্ডা ইতিমধ্যেই বলেছেন, স্রেফ প্রতিষ্ঠান-বিরোধী ভোটের ভরসায় রাজ্যে ক্ষমতায় আসা যাবে না। তৃণমূলের বিরুদ্ধে বঙ্গ বিজেপিকে আরও বেশি আন্দোলন শুরু করতে হবে৷ বলেছেন, রাজ্যের জেলায় জেলায় যেখানে তৃণমূল সভা করছে বা করবে, ঠিক সেখানেই বিজেপিকে সভা করতে হবে৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি তৈরি করতে বলেছেন বলে সূত্রের খবর।
এদিকে, রাজ্য বিজেপি দাবি করেছে, বাংলার ৮০ লক্ষ বাড়িতে গিয়ে ‘জন সম্পর্ক অভিযান’ হয়েছে৷ টার্গেট দেওয়া হয়েছিলো এককোটি। বাকিটা পূরণ হয়ে যাবে৷ বহু জায়গায় ছোট ছোট সভাও করা হয়েছে গত একমাসে।

Previous articleপ্রবল চাপের মুখে বিকাশ দুবে-কাণ্ডে তদন্ত কমিশনের ঘোষণা যোগীর
Next articleবিধায়কের অস্বাভাবিক মৃত্যু : অটোপ্সির ভিডিওগ্রাফি চাইলেন রাজ্যপাল