সহযোগিতা ও সমন্বয়কে গুরুত্ব দিয়ে বৈঠকে ভারত-ইইউ

অতিমারি আবহেই অনুষ্ঠিত হতে চলেছে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলন। বর্তমান পরিস্থিতে দাঁড়িয়ে নতুন বিশ্বের বহুপাক্ষিক জোট এবং চিনের প্রভাব বিষয় প্রাধান্য পাবে বলে জানা যাচ্ছে।

আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল। কূটনীতিকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

একটি ব্লগে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল জানান, “ইইউ চিনের ব্যাপারে একবারেই অন্ধকারে নেই। এশিয়ার বড় শক্তিগুলির সঙ্গে অংশিদারিত্ব বাড়ানোর কাজ করতে হবে। বিশেষত যেসব দেশ সমমনস্ক, বহুত্ববাদ, আন্তর্জাতিক আইন মেনে বহুপাক্ষিক ধারণায় বিশ্বাসী। এই তালিকায় প্রথম রয়েছে ভারতের নাম।”

Previous articleমোহনবাগান মানে শুধুই ফুটবল নয়, বার্তা দিতে সম্মানের মাস্টারস্ট্রোক সৃঞ্জয়ের
Next articleডিউটি থেকে বাড়ি ফেরার পথে লরি পিষে দিল পুলিশকর্মীকে, পলাতক চালক