করোনায় সুস্থতার পারদ উর্ধ্বমুখী, আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক

সময় যত এগোচ্ছে একদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। তারই সঙ্গে কিন্তু সুস্থতার হারও বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে আক্রান্তের সংখ্যা বেশি হলেও, সুস্থতার সংখ্যাও নেহাত কম নয়। আর এই আরোগ্যের তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লির নাম। যদিও প্রথম দশের তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম। এখনও পর্যন্ত সারাদেশে করোনা থেকে সুস্থতার হার প্রায় 64 শতাংশ। 19 টি রাজ্যের করোনা সংক্রান্ত যে তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, সেই তালিকাতেই এই তথ্য উঠে এসেছে। এরই পাশাপাশি দিল্লিও মুম্বাইয়ে যেভাবে করোনা সংক্রমণের হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রী কর্তারা । করোনা ভাইরাসের লাগামছাড়া এই সংক্রমণে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও তাদের কাছে আশার আলো দেখাচ্ছে আরোগ্য হওয়ার সংখ্যা ।

Previous articleBreaking: গলায় ফাঁসের কারণেই মৃত্যু দেবেন্দ্রর, রিপোর্টে প্রকাশ
Next articleমোহনবাগান মানে শুধুই ফুটবল নয়, বার্তা দিতে সম্মানের মাস্টারস্ট্রোক সৃঞ্জয়ের