৬৫-র ঊর্ধ্বে ব্যালটে ভোটের পরিকল্পনা বাতিল করল কমিশন

নির্বাচন কমিশনের ইউ টার্ন। ৬৫ ঊর্ধ্বে ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশন এদিন জানিয়েছে, পরিকাঠামোগত অসুবিধার কারণেই এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূল সহ বিরোধী দলের তীব্র অসন্তোষ ছিল কমিশনের এই সিদ্ধান্তের। এবং ক্রমশ এই চাপ বাড়ছিল। সেই কারণেই এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য হলো। তবে ৮০ বছরের ঊর্ধ্বে বিশেষভাবে সক্ষম ভোটাররা, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ভোটাররা, কোভিড-১৯-এ আক্রান্ত রোগী কিংবা হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিরা চাইলে ব্যালটে ভোট দিতে পারবেন।

Previous articleহাসপাতালেই করোনা- আক্রান্ত অসুস্থ ও বন্দি কবি ভারাভারা রাও
Next articleবাড়ছে সংক্রমণ: ফের হাজিরা কমাল রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর