Thursday, August 28, 2025

রূপরেখা প্রস্তুত, মহামারির আবহে একগুচ্ছ নিয়মের বেড়াজালে হতে পারে দুর্গাপুজো

Date:

Share post:

মহামারির আবহে দুর্গাপুজো আদৌ এ বছর হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে আশ্বাসের কথা শুনিয়েছেন । তবু প্রশ্ন উঠেছে, এ বছর কলকাতার দুর্গাপুজোর সেই জৌলুস কি দেখা যাবে?
যদিও বিধিনিষেধের কথা মাথায় রেখে থিমের পসরা সাজাতে চান শিল্পীরা। তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন দুর্গাপুজো উদ্যোক্তাদের যৌথমঞ্চ ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সদস্যরা।
বুধবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজো করতে হবে। সবাই যাতে মাস্ক পরে এবং স্যানিটাইজার ব্যবহার করে মণ্ডপে যান, ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের সে বিষয়ে নজর রাখতে হবে । এই পরিস্থিতিতে পুজোর চার দিন কী ভাবে নিয়ম মানা হবে, তার রূপরেখাও তৈরি করেছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি।
উদ্যোক্তারা সাফ জানিয়ে দিয়েছেন, মহামারির পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ পুজো করতে নারাজ। আড়ম্বর না দেখিয়ে, পুজোর সময় জনসেবামূলক কাজের ওপরই জোর দিতে চাইছেন তারা ।
তারা জানিয়েছেন, এবার প্যান্ডেল ও প্রতিমার উচ্চতা কম হবে। পুজোর দিনগুলিতে পুরসভার সহযোগিতায় এক বার করে প্রতিমার গায়ে এবং মণ্ডপে জীবাণুনাশক স্প্রে করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা ।
মণ্ডপ খোলামেলা করার পরামর্শ দিয়েছেন, যাতে দর্শকরা বাইরে থেকেই ভাল ভাবে প্রতিমা দর্শন করতে পারেন। প্যান্ডেলের ভেতরের বদলে বাইরের দিকে শিল্পকর্মের উপরে জোর দিতে চাইছেন উদ্যোক্তারা। বিধি নিষেধ মেনে এক বারে ২৫ জনের বেশি দর্শককে প্যান্ডেলে প্রবেশ করানো হবে না।
এই চিন্তাভাবনার সঙ্গে এক মত শিল্পীরাও।
ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি কাজল সরকার জানিয়েছেন, পুজোর আগে থেকে প্রচার করা হবে যে দর্শকেরা শুধু রাতের কয়েক ঘণ্টা ঠাকুর দেখার জন্য যাতে বেছে না নেন। তাঁরা যেন সারা দিন ধরে ঠাকুর দেখেন। এমনকি যে সব পুজোয় স্টল থাকে, সেখানে দু’টি স্টলের মধ্যে কমপক্ষে যাতে ৫ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। দর্শনার্থীরা মাস্ক, গ্লাভস ব্যবহার করছেন কিনা সেদিকে বিশেষ নজরদারি চালাতে হবে স্বেচ্ছাসেবকদের। সব ঠিকঠাক থাকলে, মহামারির আবহে একগুচ্ছ নিয়মের বেড়াজালে আটকা পড়বে এবারের দুর্গাপুজো ।

উদ্যোক্তাদের প্রস্তাবিত গাইডলাইন-

১) পুজো অপেক্ষাকৃত ছোট হবে। প্রতিমা ও মণ্ডপ বড় করা যাবে না।

২) পুজো হবে সাদামাটা অর্থাৎ পুজোয় কোনও চমক থাকবে না।

৩) মণ্ডপসজ্জাও হবে অনাড়ম্বর।

৪) প্রত্যেক মণ্ডপের মূল প্রবেশদ্বারেই রাখা হবে একাধিক থার্মাল স্ক্যানার। তাপমাত্রা বেশি হলে ফেরত পাঠানো হবে দর্শণার্থীদের।

৫) দর্শকদের মুখে মাস্ক না থাকলে ঢুকতে দেওয়া হবে না কাউকে।

৬) একসঙ্গে ২৫ জনের বেশি মণ্ডপে প্রবেশ করানো হবে না।

৭) পুজোর প্রত্যেকদিনই মণ্ডপ ও প্রতিমা স্যানিটাইজ করতে হবে।

৮) পুজো মণ্ডপের আশেপাশের এলাকাও স্যানিটাইজ করবে পুজো কমিটিগুলিই।

৯) দিনের বেলাতেই ঠাকুর দেখার ব্যবস্থা।

১০) আলোকসজ্জাও হবে সাদামাটা।

১১) মণ্ডপ চত্বরে খাবারের স্টলও দূরে দূরে থাকবে।

১২) রান্না করা খাবারই বিক্রি করতে হবে। স্টলে বসিয়ে খাওয়ার ব্যবস্থা রাখা যাবেনা।

১৩) পুজোয় দিতে হবে গোটা ফল।

১৪) মণ্ডপ শিল্পীদের স্বাস্থ্য বিধি দেখতে হবে পুজোর উদ্যোক্তাদেরই।

spot_img

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...