স্যানিটাইজারে জিএসটি : মুখ্যমন্ত্রীকে সুজনের চিঠিতে SGST প্রত্যাহারের দাবি

স্যানিটাইজার এর উপর ১৮% জিএসটি চাপানো নিয়ে এবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে অভিযোগ করেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত জনবিরোধী। কিন্তু কেন্দ্রের দাবি জিএসটি কাউন্সিলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে জিএসটি কাউন্সিলের অন্যতম সদস্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সুজনের বক্তব্য, রাজ্যের অর্থমন্ত্রীর অনুমতি ব্যতীত এই সিদ্ধান্ত হতে পারে না। সুজন বলেন, বামেদের স্পষ্ট দাবি…

১. স্যানিটাইজার উপর রাজ্যের যে অংশ অর্থাৎ ৯% এসজিএসটি, তা অবিলম্বে রাজ্য প্রত্যাহার করুক
২. স্যানিটাইজার এর উপর ১৮% জিএসটি প্রত্যাহারের জন্য রাজ্য উদ্যোগ নিক
৩. মাস্ক, সাবান এবং স্যানিটাইজার রেশন ব্যবস্থার মাধ্যমে দেওয়া হোক

Previous articleসংক্রমণ থেকে সুস্থ ব্যক্তির সঙ্গে কতদিন পরে আপনি দেখা করতে পারবেন , জানেন কী?
Next articleরূপরেখা প্রস্তুত, মহামারির আবহে একগুচ্ছ নিয়মের বেড়াজালে হতে পারে দুর্গাপুজো