CESC-কে নোটিশ পাঠাতে চলেছে সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতর

করোনা আবহে আমফান পরবর্তী সময়ে গ্রাহকদের ঘরে ঘরে CESC-এর পাঠানো মাত্রাতিরিক্ত বিল নিয়ে বিতর্ক তুঙ্গে।

CESC-এর অস্বাভাবিক বিলের কোপ থেকে রক্ষা পাননি খোদ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বেসরকারি এই বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে চরম সংঘাতে রাজ্যে সরকার।

গ্রাহকদের সমস্যায় পড়তে হবে এমন কিছু বরদাস্ত করা হবে না বলেই CESC-কে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। নবান্নের তরফে অ্যাডভাইজরি পাঠানোর ভাবনাচিন্তাও চলছে। শুধু তাই নয়, এবার CESC-কে নোটিশ পাঠাতে পারে মন্ত্রী সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতরও, বিভিন্ন সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

এ প্রসঙ্গে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, “লকডাউনের ফলে সঠিক মিটার রিডিং নেওয়া হয়নি। আর তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। অতিরিক্ত বিলের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনইতেই লকডাউনে বেশিরভাগ মানুষের আয় কমেছে। অনেক মানুষ কাজ হারিয়েছেন। তার উপর অতিরিক্ত বিলের বোঝায় নাজেহাল গ্রাহকরা। এটা হতে দেওয়া যায় না।”

Previous articleআগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫, আহত ২০
Next articleখেলরত্ন পুরস্কার প্রাপক বিতর্কে জল ঢাললেন ভাজ্জি