এবার এলইডি বাল্ব পাওয়া যাবে মাত্র ১০ টাকায়!  

এবার এলইডি বাল্ব পাওয়া যাবে মাত্র ১০ টাকায়। পাবলিক সেক্টর এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড খুব শীঘ্রই গ্রামীন উজালা নামে একটি নতুন কর্মসূচি তৈরি করতে চলেছে। যা গ্রামের মানুষের বিলে অনেকটাই সাশ্রয় হবে আর মানুষের সঞ্চয় বাড়ানো যাবে।
ইইএসএলের পরিচালক সৌরভ কুমার বলেন, এর অধীনে গ্রামে পরিবার প্রতি ১০ টাকা দামে ৩ থেকে ৪ টি এলইডি বাল্ব বিতরণ করা হবে। সারা দেশে প্রায় ১৫ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে এলইডি বাল্ব দেওয়া হবে।

বিদ্যুৎ মন্ত্রকের অধীনে এনটিপিসি, পিএফসি, আরইসি এবং পাওয়ারগ্রিডের যৌথ উদ্যোগ সংস্থা ইইএসএল-এর প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হবে।এর ফলে ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

Previous articleকলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট
Next articleচাপের মুখে চিন, ৫৭টি সংস্থাকে বেজিং থেকে সরে আসার বার্তা জাপানের