Viral joke: পড়ুন এবং হাসুন

(সোশ্যাল মিডিয়ার অন্যতম আকর্ষণ কিছু মজাদার পোস্ট। এর উৎস কোথায়, জানা অসম্ভব। তবে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’এর সৃষ্টি নয়। আমরা পাঠকদের স্বার্থে আকর্ষণীয় কিছু পোস্ট আরেকবার তুলে ধরছি, এইটুকুই।)

মদন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো।
পুলিশ, “কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন?”
মদন, “কি করবো? আমার তো লাইসেন্স নেই!”
পুলিশ, “সর্বনাশ! লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়েছেন?”
মদন, “আরে, আমার স্ত্রীকে হঠাৎ খুন করে ফেললাম। এবার লাশটাকে তো গুম করতে হবে।”
পুলিশ পুরো ভড়কে গিয়ে বললো, “লাশ কই?”
মদন, “বনেটে আছে”
সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে সব জায়গায় খবরটা জানিয়ে দিলেন ট্রাফিক পুলিশ। তার মনে একজন ভয়ংকর অপরাধী ধরার সাফল্যে প্রমোশনের আশা। পুলিশের বড় কর্তা সবাই এসে হাজির। আর তাদের সঙ্গে মিডিয়া। চারদিক লোকারণ্য।
বড় কর্তা এবার মদনকে জিজ্ঞেস করলেন, “তুমি নাকি খুন করেছো?”
মদন শুনে চেঁচিয়ে উঠল, “পুলিশ প্রচন্ড মিথ্যাবাদী। ঘুষ না পেয়ে আমাকে ফাঁসাতে চাইছে। আমি খুনটুন কিছু করিনি।”
বড় কর্তা লোকটির কথায় কান না দিয়ে গাড়ির বনেট তুললেন, কিন্ত সেখানে কিচ্ছুটি নেই। একদম ফাঁকা। রাগত দৃষ্টিতে তিনি এবার ট্রাফিক পুলিশের দিকে তাকালেন।
পুলিশ বেচারা আমতা আমতা করে বলতে লাগলেন, “লোকটা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে!”
মদন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, “ব্যাটা মিথ্যাবাদী, এটা কি?” এই বলে পকেট থেকে লাইসেন্সটা বের করে দিল। লাইসেন্স দেখে পুলিশ আমতা আমতা করে আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই মদন আবারো চেঁচিয়ে উঠলো, “বলুন,আরো বানিয়ে বানিয়ে বলুন! এবার নিশ্চয়ই বলবেন যে আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম?”

Previous articleদারুণ জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরালো ইংল্যান্ড
Next articleবেলভিউতে চিকিৎসাধীন সোমেন মিত্র