আইএসএল কর্তৃপক্ষ শুক্রবার যোগদানকারী ১০ টি ক্লাবকে জানিয়েছে এবার নতুন ক্লাব বাড়ানোর কোনো প্রক্রিয়া হচ্ছে না। ১০ ক্লাবেরই খেলা হবে। বিস্তারিত সূচি ঘোষণার কাজ চলছে। শুক্রবার বিকেলে ১০ ক্লাবের প্রতিনিধিদের নিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে বলে খবর। ফলে ইস্টবেঙ্গলের এবার খেলার আশা ক্রমশ কমে যাচ্ছে। চাপে পড়ে গিয়েছে তারা। আইএসএল খেলার কোনো প্রস্তুতি তাদের ছিল না। তবে শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীকেও আসরে নামিয়েছে তারা।
