সরকারি হাসপাতালে ভিডিও কলে ভাইরাস আক্রান্ত রোগী কথা বলতে পারবেন পরিজনদের সঙ্গে!

ভাইরাস  আক্রান্ত   রোগীদের জন্য এবার নয়া নির্দেশিকা জারি করল সরকার। সরকারি হাসপাতালে কোনও ভাইরাস আক্রান্তের কাছে মোবাইল রাখার অনুমতি নেই। কিন্তু এবার পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন আক্রান্ত। তবে তার বন্দোবস্ত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই ।

পাশাপাশি, মানসিক চাপ কাটাতে রোগীর পরিবারের কাউন্সেলিং করাতে হবে। রোগীর শরীরের অবস্থা কত দিনে তিনি সুস্থ হতে পারেন, সে সম্পর্কে বিস্তারিত জানাতে হবে রোগীর পরিজনকে। অন্যদিকে, ভাইরাস চিকিৎসায় সরকারি প্রোটোকল মানা হচ্ছে কিনা তা নিয়ে টিম গঠন করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। সেই টিম বিভিন্ন বেসরকারি ও সরকারি হাসপাতাল ঘুরে দেখে। দেখা যায় অনেকেই সেই নির্দেশিকা মানছে না। ফলে নতুন করে হাসপাতালগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

Previous articleসিনেপ্রেমীদের জন্য সুখবর! অগস্টেই দেশজুড়ে খুলতে পারে সিনেমা হল
Next article১১ বছরের পুরনো দুই মামলায় ছত্রধরকে ফের নোটিশে রাজনৈতিক মহলে চাঞ্চল্য