ভাইরাস ঠেকাবে হনুমান চালিশা, পরামর্শ বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের

‘ভাবিজি পাঁপড়’ খেলেই করোনা প্রতিরোধ সম্ভব। কেন্দ্রীয়মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের এমন নিদানের পর এবার আসরে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।

ভাইরাস রুখতে আরও এক চমকপ্রদ দাওয়াই নিয়ে এলেন প্রজ্ঞা সিং ঠাকুর। তিনি বলেছেন, ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ৫ বার হনুমান চালিশা পাঠ করলে ভাইরাস আপনার শরীরের ত্রিসীমানায় ঢুকবে না৷ মিলবে মুক্তি। এই সাংসদ বলেছেন, ভাইরাসের সংক্রমণ রুখতে ভোপালে আগামী ৪ আগস্ট পর্যন্ত লকডাউন। আমরা ৫ আগস্ট পর্যন্ত হনুমান চালিশা পাঠ করব। ওইদিনই অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেদিন আমরা দীপাবলি উদযাপন করব, প্রদীপ জ্বালাব, সন্ধ্যা ৭ টায় ৫ বার হনুমান চালিশা পড়ব এবং আরতি করব। দেশের সর্বত্র মানুষ যখন একসঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন, তখন তা নিশ্চিতভাবে কাজ করবে এবং আমরা ভাইরাস-মুক্ত হবো৷

Previous articleহঠাৎই সংঘাতের আবহ! মাঝ আকাশে মুখোমুখি ইরান ও মার্কিন মুলুকের বিমান
Next articleবেকারত্বের খতিয়ান দিয়ে শুরু ‘সোজা বাংলায় বলছি’