ভারতে করোনা আক্রান্ত ১৫ লক্ষের দোরগোড়ায়

থামার কোনও চিহ্ন নেই। যতদিন যাচ্ছে দেশজুড়ে মারণ ভাইরাস করোনার দাপাদাপি ততই বাড়ছে। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৭ হাজার ৭০৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬৫৪ জন রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪২৫ জন রোগীর। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮ জন সক্রিয় করোনা রোগী। ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৪ জন।

Previous articleনিষেধ উপেক্ষা করে বলিউড তারকারা পাক আইএসআই এজেন্টদের অনুষ্ঠানে!
Next articleফের ভাইরাসে আক্রান্ত মৃতদেহ সৎকারে পুলিশকে বাধা, বাঁশবেড়িয়ায় উত্তেজনা