প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “বর্ষীয়ান নেতা, প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবার, অনুগামী এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Saddened to hear about the passing away of veteran leader, former MP and @INCWestBengal president Somen Mitra. My deepest condolences to his family, followers and well-wishers.
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2020