করোনায় মৃত্যু: এবার ইতালিকেও টপকে গিয়ে পঞ্চমে ভারত!

উদ্বেগ বাড়িয়ে করোনার মৃত্যু- মানচিত্রে পঞ্চম স্থানে উঠে এল ভারত। তাও আবার ইতালিকে পিছনে ফেলে। বিশ্ব মহামারিতে যে ইতালির মৃত্যুমিছিল কাঁপিয়ে দিয়েছিল দুনিয়াকে, এবার তাকেও ছাপিয়ে গেল ভারত। ইতালিতে করোনায় মারা গিয়েছেন ৩৫,১৩২ জন মানুষ। আর ভারতে এই মৃত্যুসংখ্যা ৩৫,৭৪৭। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, মৃত্যুসংখ্যার নিরিখে আমেরিকা (১,৫২,০৭০), ব্রাজিল (৯১,২৬৩), ব্রিটেন (৪৬,০৮৪), মেক্সিকো (৪৬,০০০)-এর পরেই ভারতের স্থান।