আদালত অবমাননা আইন বাতিলের দাবিতে শীর্ষ আদালতে মামলা

আদালত অবমাননা আইন মৌলিক অধিকারকে আঘাত করে। ভারতীয় সংবিধান বাক্‌স্বাধীনতা এবং মতপ্রকাশকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে। কিন্তু আদালত অবমাননা আইন এর পরিপন্থী ৷

আদালত অবমাননা আইন চ্যালেঞ্জ করে এবার মামলা হলো সুপ্রিম কোর্টে৷ এই আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে হলফনামা পেশ করেছেন প্রবীণ সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি। তাঁদের বক্তব্য, আদালত অবমাননা আইন অসাংবিধানিক৷ কারন এই আইন সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। তাঁরা ওই আইন বাতিলের পক্ষেই সওয়াল করেছেন।
ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের ৬ ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার। মামলাকারীরা আদালতকে জানিয়েছেন, আদালতের সমালোচনা অপরাধ হতে পারেনা৷ এভাবে অপরাধ চিহ্নিত হলে তা মত প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে ওঠে। তাই আদালত অবমাননা আইন বাতিল করা হোক।

Previous articleআর্থিক বিবাদ মিটিয়ে ফের টলিপাড়ায় শুরু সিরিয়ালের শুটিং
Next articleঅমানবিক! মানসিক ভারসাম্যহীন রোগীকে বেদম প্রহার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে