Tuesday, December 9, 2025

সামাজিক দূরত্ব বিধি শিকেয়, উদয়নকে স্বাগত জানাতে হাজার মানুষের ভিড়

Date:

Share post:

ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কোচবিহারের ঘুঘুমারি থেকে তাঁর আনুগামীরা প্রায় এক হাজার বাইকের ব়্যালি করে দিনহাটায় পৌঁছতেই ব্যান্ড বাজিয়ে, বাজি ফাটিয়ে, পুষ্প বৃষ্টিতে কার্যত রাজকীয় সংবর্ধনায় স্বাগত জানান কর্মী সমর্থকরা। কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে এদিন বিকালে সামাজিক দূরত্বের বিধি শিকেয় ওঠে।

২১ জুলাই রাতে উদয়ন গুহর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই নিজের আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে পোস্ট করেন ওই তৃণমূলের বিধায়ক। এরপর তাঁকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় রবিবার দুপুরে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর সেখান থেকে বিকালে দিনহাটায় রওনা দেন তিনি। দলের নেতাকে আনতে কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারিতে বাইক, গাড়ি সহ বহু কর্মী হাজির হন। বিকাল পাঁচটা নাগাদ উদয়ন গুহকে দিনহাটায় নিয়ে যান তাঁরা। আগে থেকেই দিনহাটায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক। তাঁরা গাড়িতে ফুল ছিটিয়ে স্বাগত জানান। পরে পাঁচ মাথার মোড়ে তাঁকে পুষ্প স্তবক ও মালা পরিয়ে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও গাড়ি থেকে নামেননি তৃণমূল বিধায়ক। জেলায় ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে উদয়ন গুহকে স্বাগত জানাতে এত মানুষের ভিড় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

spot_img

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই: কোচবিহার থেকে দলের কর্মীরদের বার্তা দলনেত্রীর

ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় সমস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

অচলাবস্থার জেরে শাস্তির মুখে ইন্ডিগো, কেড়ে নেওয়া হতে পারে শতাধিক বিমান!

একটা গোটা সপ্তাহ জুড়ে একের পর এক উড়ান বাতিলের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি আর লোকসানের পর অবশেষে ইন্ডিগো...

গীতাপাঠের মাঠে ‘বাংলাদেশী’ বলে বাঙালিকে মার! গো-বলয়ের রাজনীতিতে সরব তৃণমূল

গোবলয় থেকে সাধু সন্তদের এনে মঞ্চ ভরালো বিজেপি। নাম হল গীতাপাঠ। মাঠ ভরালো রাম-হনুমানের ধ্বজা। এহেন বহিরাগত সংস্কৃতির...

টি২০ সিরিজ শুরুর আগেই জগন্নাথ ধামে গম্ভীর, সঙ্গে ছিলেন কারা?

বরাবরই তিনি  ভক্তিবাদী, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা। কলকাতায় এলেই যান কালীঘাট মন্দিরে। গুয়াহাটি গেলে কামাখ্যা দর্শন করেন। এবার...