Wednesday, August 27, 2025

সামাজিক দূরত্ব বিধি শিকেয়, উদয়নকে স্বাগত জানাতে হাজার মানুষের ভিড়

Date:

Share post:

ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কোচবিহারের ঘুঘুমারি থেকে তাঁর আনুগামীরা প্রায় এক হাজার বাইকের ব়্যালি করে দিনহাটায় পৌঁছতেই ব্যান্ড বাজিয়ে, বাজি ফাটিয়ে, পুষ্প বৃষ্টিতে কার্যত রাজকীয় সংবর্ধনায় স্বাগত জানান কর্মী সমর্থকরা। কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে এদিন বিকালে সামাজিক দূরত্বের বিধি শিকেয় ওঠে।

২১ জুলাই রাতে উদয়ন গুহর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই নিজের আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে পোস্ট করেন ওই তৃণমূলের বিধায়ক। এরপর তাঁকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় রবিবার দুপুরে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর সেখান থেকে বিকালে দিনহাটায় রওনা দেন তিনি। দলের নেতাকে আনতে কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারিতে বাইক, গাড়ি সহ বহু কর্মী হাজির হন। বিকাল পাঁচটা নাগাদ উদয়ন গুহকে দিনহাটায় নিয়ে যান তাঁরা। আগে থেকেই দিনহাটায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক। তাঁরা গাড়িতে ফুল ছিটিয়ে স্বাগত জানান। পরে পাঁচ মাথার মোড়ে তাঁকে পুষ্প স্তবক ও মালা পরিয়ে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও গাড়ি থেকে নামেননি তৃণমূল বিধায়ক। জেলায় ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে উদয়ন গুহকে স্বাগত জানাতে এত মানুষের ভিড় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...