রাম মন্দিরের ভূমিপুজো: সিঙ্গুরেও যজ্ঞের প্রস্তুতি

বুধবার, অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো। সেখানে যেমন চলছে প্রস্তুতি, ঠিক তেমনি সিঙ্গুরের বিভিন্ন অঞ্চলে চলছে ভূমি পুজোর জন্য হোম-যজ্ঞের প্রস্তুতি। মঙ্গলবার থেকেই তৈরি হচ্ছে হোমকুণ্ড।

বুধবার, অযোধ্যায় যখন শুরু হবে তখন সিঙ্গুরের আথালিয়া গ্রামেও যজ্ঞ হবে। এখন চলছে তার প্রস্তুতি। তিথি মেনে হবে রামের পুজো, হোমযজ্ঞ। পাশাপাশি এলাকার প্রতিটি মন্দিরে হবে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে গেরুয়া পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভূমি পুজোকে স্বাগত জানানো হবে জানিয়েছেন হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পাণ্ডে।

Previous articleঅতিমারি আবহেই মশালডাঙায় বিয়ের আসর মজিবর-নুরজাহানের
Next articleবিশ্বের সবচেয়ে দামি গাড়ির মালিক কে জানেন?