পাক প্রধানমন্ত্রীর নয়া কৌশল,নতুন মানচিত্র নিয়ে তীব্র নিন্দা ভারতের

চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত যখন চরমে, তখন সেই পরিস্থিতির মধ্যেই এবার নয়া প্ররোচনা পাকিস্তানের। নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করল ইমরান খান সরকার। সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখের একটি অংশকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তানের মন্ত্রিসভা এই মানচিত্র অনুমোদন করেছে। এই মানচিত্র রাষ্ট্রপুঞ্জে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
ইমরান সরকারের এই নয়া চালের তীব্র নিন্দা করেছে ভারত।বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ করা তথাকথিত ‘রাজনৈতিক মানচিত্র’ দেখেছি। ভারতের গুজরাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ বলে দাবি করা রাজনৈতিকভাবে হাস্যকর। এই ধরনের হাস্যকর দাবির কোনও আইনগত বৈধতাও নেই, আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্যতাও নেই। এটা পাকিস্তানের নতুন অপচেষ্টা ।

Previous articleরামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতির দেশ হিসাবে তুলে ধরবে : আদবানি
Next articleআজ ফের সম্পূর্ণ লকডাউন শুরু, মানুষের সাড়ায় স্বস্তিতে পুলিশ-প্রশাসন