বাংলা ভাষাকে নতুন শিক্ষানীতির অন্তর্ভুক্ত করার দাবিতে মোদিকে চিঠি অধীরের

নয়া জাতীয় শিক্ষানীতির পক্ষে সওয়াল করতে গিয়ে শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ পি জে আব্দুল কালামের মন্তব্যকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার
বাংলা ভাষাকেও নতুন শিক্ষানীতির অন্তর্ভুক্ত করার আবেদন জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । এই বিষয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন তিনি।
লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আবেদন বাংলা ভাষাকেও ভারতের অন্যতম ধ্রুপদী ভাষা হিসেবে নতুন শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা হোক। এর ফলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে।

Previous articleআইপিএল টাইটেল স্পনসর: বাইজুকে টেক্কা দিতে তৈরি অ্যামাজন
Next articleব্রেকফাস্ট নিউজ