Sunday, November 16, 2025

তৃণমূলের হিটলিস্টে বড় উইকেট! ঘাসফুলে আলুওয়ালিয়া ? জোর জল্পনা

Date:

Share post:

বিজেপির ২ বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস এস আলুওয়ালিয়া তৃণমূলে যোগ দিতে চলেছেন? এমন জল্পনায় কার্যত টগবগ করে ফুটছে বঙ্গ-রাজনীতি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে একুশের বিধানসভা ভোটের আগেই ভেঙে পড়বে বঙ্গ-বিজেপির স্বপ্ন-সৌধ৷

দীর্ঘদিনের রাজনীতিক আলুওয়ালিয়ার সঙ্গে বঙ্গ-রাজনীতির যোগ ছাত্রকাল থেকেই৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ বিহার থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদও ছিলেন৷ পিভি নরসিমা রাও সরকারের মন্ত্রীও ছিলেন আলুওয়ালিয়া৷ দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে ঘর করার পর ১৯৯৯ সালে তিনি যোগ দেন বিজেপিতে৷ এই মুহুর্তের গেরুয়া রাজনীতিতে দুঁদে এই সাংসদ অনেকটাই কোনঠাসা৷

ওদিকে, আলুওয়ালিয়া একাই নন, কিছুদিন আগে থেকে বিজেপির অন্য চার সাংসদকে ঘিরেও একই ধরনের জল্পনা তীব্র হয়েছে৷ সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে বিজেপি ছেড়ে না’কি তৃণমূলে যোগ দিচ্ছেন ৪ সাংসদ৷ স্বাভাবিক ভাবেই হিসাব শুরু হয়, বিজেপির ১৮ সাংসদের মধ্যে যদি প্রথমেই ৪ সাংসদ তৃণমূলে চলে যায়, তাহলে বিজেপির সাংসদ সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়াবে ১৪ জনে৷ তৃণমূলের শক্তি ২২ থেকে বেড়ে দাঁড়াবে ২৬ সাংসদে৷ এই মুহুর্তে বঙ্গ-বিজেপি ‘অভ্যন্তরীণ কোন্দল’ নামক ভাইরাসে আক্রান্ত ৷ ইদানিং প্রায় প্রতিদিনই কোনও না কোনও জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে৷ হররোজ বিজেপি ভাঙ্গছে। তার ওপর ৪-৫ জন সাংসদের দলবদলের জল্পনা, গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়িয়ে তুলছে৷ একুশের ভোটে রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ শুধু মরিয়াই নয়, কিছু শীর্ষনেতার বডি- ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বদলে গিয়েছে৷ আর ওদিকে একের পর এক নেতা- সাংসদের দলবদলের জল্পনা এমনস্তরে পৌঁছে যাচ্ছে যে রাজনৈতিক মহলের আশঙ্কা, বিধানসভা ভোটের আগেই না রণেভঙ্গ দিতে হয় রাজ্য বিজেপিকে৷ ভোটের আগেই বঙ্গ-বিজেপিতে সত্যিই “মেগা-ভাঙ্গন” হবে কি’না, আগামী ইতিহাস তা বলবে, কিন্তু বাস্তব এটাই, বিজেপির মতো আপাত-শৃঙ্খলাবদ্ধ দলে এই মুহুর্তে ভাঙ্গনের জল্পনা যেভাবে ছড়িয়েছে, তাতে এ রাজ্যের বিজেপির নিচুতলার কর্মীদের মনোবল নিশ্চিতভাবেই ঠেকে গিয়েছে তলানিতে৷ মোটের উপর, বিজেপি- ভাঙ্গনের জল্পনায় এই মুহুর্তে উত্তাল বাংলার রাজনীতি। যদিও বঙ্গ-বিজেপির তরফে এ ধরনের রটনাকে নেহাতই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলের চক্রান্ত বলেই দাবি করা হচ্ছে৷

spot_img

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...