Tuesday, December 9, 2025

তৃণমূলের হিটলিস্টে বড় উইকেট! ঘাসফুলে আলুওয়ালিয়া ? জোর জল্পনা

Date:

Share post:

বিজেপির ২ বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস এস আলুওয়ালিয়া তৃণমূলে যোগ দিতে চলেছেন? এমন জল্পনায় কার্যত টগবগ করে ফুটছে বঙ্গ-রাজনীতি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে একুশের বিধানসভা ভোটের আগেই ভেঙে পড়বে বঙ্গ-বিজেপির স্বপ্ন-সৌধ৷

দীর্ঘদিনের রাজনীতিক আলুওয়ালিয়ার সঙ্গে বঙ্গ-রাজনীতির যোগ ছাত্রকাল থেকেই৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ বিহার থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদও ছিলেন৷ পিভি নরসিমা রাও সরকারের মন্ত্রীও ছিলেন আলুওয়ালিয়া৷ দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে ঘর করার পর ১৯৯৯ সালে তিনি যোগ দেন বিজেপিতে৷ এই মুহুর্তের গেরুয়া রাজনীতিতে দুঁদে এই সাংসদ অনেকটাই কোনঠাসা৷

ওদিকে, আলুওয়ালিয়া একাই নন, কিছুদিন আগে থেকে বিজেপির অন্য চার সাংসদকে ঘিরেও একই ধরনের জল্পনা তীব্র হয়েছে৷ সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে বিজেপি ছেড়ে না’কি তৃণমূলে যোগ দিচ্ছেন ৪ সাংসদ৷ স্বাভাবিক ভাবেই হিসাব শুরু হয়, বিজেপির ১৮ সাংসদের মধ্যে যদি প্রথমেই ৪ সাংসদ তৃণমূলে চলে যায়, তাহলে বিজেপির সাংসদ সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়াবে ১৪ জনে৷ তৃণমূলের শক্তি ২২ থেকে বেড়ে দাঁড়াবে ২৬ সাংসদে৷ এই মুহুর্তে বঙ্গ-বিজেপি ‘অভ্যন্তরীণ কোন্দল’ নামক ভাইরাসে আক্রান্ত ৷ ইদানিং প্রায় প্রতিদিনই কোনও না কোনও জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে৷ হররোজ বিজেপি ভাঙ্গছে। তার ওপর ৪-৫ জন সাংসদের দলবদলের জল্পনা, গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়িয়ে তুলছে৷ একুশের ভোটে রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ শুধু মরিয়াই নয়, কিছু শীর্ষনেতার বডি- ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বদলে গিয়েছে৷ আর ওদিকে একের পর এক নেতা- সাংসদের দলবদলের জল্পনা এমনস্তরে পৌঁছে যাচ্ছে যে রাজনৈতিক মহলের আশঙ্কা, বিধানসভা ভোটের আগেই না রণেভঙ্গ দিতে হয় রাজ্য বিজেপিকে৷ ভোটের আগেই বঙ্গ-বিজেপিতে সত্যিই “মেগা-ভাঙ্গন” হবে কি’না, আগামী ইতিহাস তা বলবে, কিন্তু বাস্তব এটাই, বিজেপির মতো আপাত-শৃঙ্খলাবদ্ধ দলে এই মুহুর্তে ভাঙ্গনের জল্পনা যেভাবে ছড়িয়েছে, তাতে এ রাজ্যের বিজেপির নিচুতলার কর্মীদের মনোবল নিশ্চিতভাবেই ঠেকে গিয়েছে তলানিতে৷ মোটের উপর, বিজেপি- ভাঙ্গনের জল্পনায় এই মুহুর্তে উত্তাল বাংলার রাজনীতি। যদিও বঙ্গ-বিজেপির তরফে এ ধরনের রটনাকে নেহাতই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলের চক্রান্ত বলেই দাবি করা হচ্ছে৷

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...