সুশান্ত মৃত্যু রহস্য: সুপ্রিম কোর্টে আজ গুরুত্বপূর্ণ শুনানি সব পক্ষের

সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতে চলেছে। এই ঘটনায় সুশান্তের পরিবারের মূল অভিযোগ যার বিরুদ্ধে, সেই বান্ধবী রিয়া চক্রবর্তীর বক্তব্য জানতে চায় আদালত। রিয়ার দাবি, সুশান্তের মৃত্যুর তদন্তভার যেন বিহার পুলিশের হাতে না যায়। তদন্ত করুক মুম্বই পুলিশই। অন্যদিকে বিহার পুলিশ এই দাবির বিরোধিতা করে জানাতে চলেছে যে অভিনেতার পরিবারের দাবি মেনে তাঁরা সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রের কাছে পৌঁছে দেন এবং তাকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে মহারাষ্ট্র সরকারও অভিযুক্ত রিয়ার সুরে সুর মিলিয়ে হলফনামা দিয়ে জানিয়েছে বিহার পুলিশের সিবিআই তদন্ত চাওয়ার কোনও এক্তিয়ার নেই। এই তদন্ত মুম্বই পুলিশ যথাযথভাবে চালাচ্ছে। মামলায় সুশান্তের পরিবারের পক্ষে আইনজীবী বিকাশ সিং ও রিয়া চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে আইনজীবী সতীশ মানসিণ্ডে থাকবেন। অন্যদিকে বিহার সরকারের হয়ে বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি ও মহারাষ্ট্র সরকারের হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভির প্রতিনিধিত্ব করার কথা।

 

Previous articleসুশান্তের ঘরে ছিল না কোনও ফ্যান! চাঞ্চল্যকর তথ্য ফাঁস অ্যাম্বুল্যান্স চালকের
Next article৮ থেকে ১৩ জুনের মধ্যে পরিচালক মহেশ ভাটকে ১৬ বার ফোন রিয়ার!